ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে দেশটির সেনাদের গুলিতে প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনির। স্থানীয় সময় শুক্রবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম কারাওয়েত বানি হাসান। তিনি পশ্চিম তীরের একটি গ্রামের বাসিন্দা।
ইসরায়েলের দাবি, বাসস্ট্যান্ডে ওই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সেনাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এসময় পাল্টা প্রতিরোধ ব্যবস্থা হিসেবেই গুলি করে ইসরায়েলি সেনারা। তেল আবিবের এই দাবি অস্বীকার করছে হামাস। এদিকে, হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি তাদের সদস্য।
আরও পড়ুন: ভারতে মুসলমানরা গণহত্যা প্রতিরোধে যুদ্ধ করতেও রাজি: নাসিরুদ্দিন
দেশটির সেনাবাহিনীর বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, ২০২১ সালে পশ্চিম তীরে ইসরায়েলিদের লক্ষ্য করে একশ হামলা চালানো হয়েছে। যা ২০২০ সালের তুলনায় ৬০টির বেশি।
Leave a reply