রেমিট্যান্সে প্রণোদনা বৃদ্ধি, প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রীর নববর্ষের উপহার

|

প্রবাসীদের পাঠানো আয়ে প্রণোদনার হার বৃদ্ধি করা হয়েছে। বর্তমান ২ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রেমিট্যান্সে প্রণোদনার হার বৃদ্ধি প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নববর্ষের উপহার।

শনিবার (১ জানুয়ারি) থেকেই বর্ধিত প্রণোদনার হার কার্যকর হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টিতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এসব বিবেচনায় বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

২০১৯-২০ অর্থবছরে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে প্রথমবারের মতো ২ শতাংশ হারে নদগ সহায়তা দেয়া শুরু হয়। এর ফলে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ বেড়ে ওই অর্থবছরে ১৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসে। প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আসে ২৪ বিলিয়ন মার্কিন ডলার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply