সংক্রমণ অতিমাত্রায় বাড়লে লকডাউনের চিন্তা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

|

মানিকগঞ্জ প্রতিনিধি:

দেশে করোনা পরিস্থিতি এখন‌ও ভালো। তবে আক্রান্তের হার যদি অতিমাত্রায় বেড়ে যায় তাহলে লকডাউনের চিন্তা মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জে বুস্টার ডোজ কাযর্ক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমরা ভালো থাকবো। এজন্য আমাদের সবার মাস্ক পরতে হবে। করোনার টিকা হয়তো আমাদের মৃত্যুঝুঁকি কমাবে, কিন্তু সংক্রমণ ঠেকাতে পারবে না। মাস্কই করোনার সংক্রমণ ঠেকাতে পারে।

আরও পড়ুন:  বিএনপি, বাসদের পথ অনুসরণ করলো ইসলামী আন্দোলন

তিনি আরও বলেন, বুস্টার ডোজের পাশাপাশি সারাদেশে এরইমধ্যে ওয়ার্ড পর্যায়ে গণটিকা কাযর্ক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত চার কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। টিকা দেয়ার জন্য আরও ছয় কোটি নতুন সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply