মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

|

ফাইল ছবি।

মাইন বিস্ফোরণে আহত হয়েছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষায় নিয়োজিত তিন বাংলাদেশি শান্তিরক্ষী। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো এ হামলার জন্য দায়ি বলে ধারণা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠিই হামলার দায় স্বীকার করেনি।

শনিবার (১ জানুয়ারি) প্রকাশিত এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাংগি থেকে ৫০০ কিলোমিটার দূরের গোলযোগপূর্ণ ওহামপেন্ডে প্রদেশের বোহংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় আহতরা গাড়ির ভেতরে ছিলেন। আহতদের নাম বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারে করে বোয়ার শহরে অবস্থিত শান্তিরক্ষা মিশন পরিচালিত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, মাইন বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এর আগে গত বৃহস্পতিবার দেশটির পশ্চিমে মাইন বিস্ফোরণে তানজানিয়ার ৩ জন শান্তিরক্ষী আহত হন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply