নতুন বছর উদযাপনের আতশবাজিতে দুইজনের মৃত্যু

|

ছবি: সংগৃহীত।

নতুন বছরকে বরণ করে নিতে সারাবিশ্বেই ফোটানো হয় আতশবাজি। করোনা বিধিনিষেধ সত্বেও ২০২২ সালকে আতশবাজি ফুটিয়েই স্বাগত জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কিন্তু এই আতশবাজিতেই প্রাণ গেছে জার্মানি ও অস্ট্রিয়ার দুই নাগরিকের।

শনিবার (১ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর বনের কাছে হেনেফ এলাকায় আতশবাজি বিস্ফোরণে ৩৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। একই ঘটনায় মারাত্মক আহত ৩৯ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আতশবাজি বিস্ফোরণে ২৩ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে জার্মানিতে ব্যক্তিগতভাবে আতশবাজি বিক্রি নিষিদ্ধ ছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অনেক জার্মানই আতশবাজি কিনেছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply