ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বছরে মারা গেছে ২ হাজার অভিবাসনপ্রত্যাশী

|

২০২১ সালে আফ্রিকার উত্তরাঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সমুদ্রপথে ইতালি পৌঁছেছে ৬৬ হাজারের বেশি মানুষ। জাতিসংঘের তথ্য বলছে, এই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশী।

ইতালির উপকূলীয় আঞ্চল থেকে গেলো কয়েক দিনেও উদ্ধার করা হয়েছে সাড়ে চারশ অভিবাসনপ্রত্যাশীকে। পৃথক অভিযানে সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

পরে জার্মান একটি দাতব্য সংস্থার উদ্যোগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় উদ্ধারকৃতদের। সেখান থেকে পাঠানো হয় ইতালিয়ান বন্দরের একটি আশ্রয়কেন্দ্রে। উদ্ধার হওয়া বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply