বাংলাদেশের বলাররা দিনের শুরুটা ভালোমতোই রাঙিয়েছিলেন। নিউজিল্যান্ডের বাকি ইনিংস গুটিয়ে দিয়েছেন খুব দ্রুতই। পরে ব্যাট করতে নেমে ব্যাটাররা দেখাচ্ছেন দৃঢ়তা। এতে করে বাংলাদেশ আছে ভালো অবস্থানে।
রোববার মাউন্ট মঙ্গানুই টেস্টে দুই সেশনেই স্পষ্ট দাপট বাংলাদেশের।নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৩১ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলেছিল মুমিনুল হকের দল। ৪৭ রান নিয়ে ক্রিজে আছেন মাহমুদুল হাসান জয় আর ৪৪ রান নিয়ে তার সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
সকালের সেশনে কিউইদের কেবল ৭০ রান নিতে দিয়ে শেষ ৫ উইকেট দ্রুতই তুলে নেয় বাংলাদেশ। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ওই ৫ উইকেটের তিনটিই নেন। টেল এন্ডারদের একদম দাঁড়াতে দেননি তিনি।
প্রথম সেশনেই ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ৩ ওভার খেলে তুলেছিল ৫ রান। লাঞ্চ থেকে ফিরে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় খেলতে থাকেন সাবলীলভাবে। ১৮ ওভার কাটিয়ে দেয়ার পর আসে প্রথম বিপর্যয়। দারুণ খেলে থিতু হওয়া সাদমান নেইল ওয়েগনারের বলে ভুল করে বসেন। ২২ রান করে বোলারের হাতেই দেন সহজ ক্যাচ। ৪৩ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা।
ইউএইচ/
Leave a reply