ক্যাচের রেকর্ডে শাদমানকে পেলেন সৌম্য

|

ছবি: সংগৃহীত

সৌম্য সরকারের এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডে ভাগ বসিয়েছেন শাদমান ইসলাম। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে নন-উইকেটকিপার হিসেবে চারটি ক্যাচ ধরে সৌম্যের এই রেকর্ডে ভাগ বসান বাংলাদেশের টেস্ট ওপেনার।

এর আগে উইকেটরক্ষক ব্যতীত ফিল্ডারদের মধ্যে দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডটি ছিল সৌম্য সরকারের। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে চারটি ক্যাচ ধরেছিলেন তিনি। প্রায় পাঁচ বছর পর সেই রেকর্ডে ভাগ বসালেন শাদমান। বাংলাদেশের পক্ষে টেস্টে আর কোনো ফিল্ডারের এক ইনিংসে চারটি ক্যাচ ধরার রেকর্ড নেই।

তবে এক ইনিংসে তিনটি করে ক্যাচ ধরেছেন আল শাহরিয়ার রোকন, আমিনুল ইসলাম, রাজিন সালেহ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক ও নাঈম হাসান। এদিকে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে বিশ্বের ১৩ জন ফিল্ডারের।

আরও পড়ুন: ‘বিদেশি লিগ খেলার সময়ে পরিবারের কথা মনে পড়বে না?’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply