দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে ভয়াবহ আগুন (ভিডিও)

|

ছবি: সংগৃহীত।

কেপ টাউনে অবস্থিত দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২ জানুয়ারি) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতোমধ্যেই। ভিডিও ফুটেজে দেখা গেছে, পার্লামেন্ট ভবনের ছাদে আগুন জ্বলছে। আগুনের তীব্রতায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আশপাশ। খবর আল জাজিরার।

বেশ কিছু স্থানীয় সংবাদমাধ্যম বলছে, আগুনের সূত্রপাত হয় প্রথমে ভবনের তিন তলায়। এরপর তা ছড়িয়ে পড়ে। এর আগে স্থানীয় সময় ভোর ৫টায় একটি ফায়ার অ্যালার্মও বাজে বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।

এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে আরও ইউনিট প্রয়োজন হবে বলে জানানো হয়েছে। এ নিয়ে কেপ টাউনের জরুরি পরিষেবা বিভাগের একজন মুখপাত্র বলেন, ছাদে আগুন লেগেছে। আগুন ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও ছড়িয়ে পড়েছে। এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মী ও ফায়ার সার্ভিসের আরও দলের প্রয়োজন বলে জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply