নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার শান্তিনগরে ঘরে ঢুকে জোহারা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকার রশিদ খাঁর স্ত্রী।
রোববার (২ জানুয়ারি) দুপুরে বৃদ্ধার বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে। বৃদ্ধার লাশ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার শ্যামর কুমার ভৌমিক।
স্থানীয় লোকজন জানান, রশিদ খাঁর সঙ্গে প্রতিবেশী আত্মীয়ের জমি নিয়ে বিরোধ ছিল। আদালতের রায়ে একটি পক্ষ সম্প্রতি জায়গাটি দখলে নেয়। এরই জের ধরে রোববার দুপুরে রশিদ খাঁ পরিবারের ওপর হামলা চালানো হয়।
বৃদ্ধার ছেলে জাহাঙ্গীর খাঁ জানান, জমি নিয়ে বিরোধে ফজল খাঁ, ইয়াছিন খাঁসহ আরও কয়েকজন হামলা চালায়। বাড়িতে ঢুকে তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ঘটনাস্থলে থাকা ওয়ার্ড কাউন্সিলর মো. শিপন হায়দার জানান, জমি নিয়ে বিরোধে চাচাতো নাতিসহ অন্যরা এ হামলা চালায় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে গেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে।
ইউএইচ/
Leave a reply