এক মাসে রফতানি আয়ে রেকর্ড

|

মোংলা বন্দর। ফাইল ছবি

একক মাস হিসেবে গত ডিসেম্বরে পণ্য রফতানিতে সর্বোচ্চ আয় এসেছে দেশে। দেশের উদ্যোক্তারা এই মাসে ৪৯০ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি করেছেন। দেশীয় মুদ্রায় যা ৪২ হাজার ১০০ কোটি টাকার বেশি। এর আগে একক মাস হিসেবে এত টাকার পণ্য রফতানি হয়নি কোনো মাসে। এর আগে সর্বশেষ গত অক্টোবরে সর্বোচ্চ ৪৭২ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল।

রফতানি আয়ের এই মাইলফলকে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। গত মাসে ৪০৪ কোটি ডলারের বা ৩৪ হাজার ৭৪০ কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫২ দশমিক ৫৭ শতাংশ বেশি।

রোববার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রফতানির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিসংখ্যান থেকে জানা যায়, ডিসেম্বরে রেকর্ড রফতানির কারণে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ২ হাজার ৪৭০ কোটি ডলারের পণ্য রফতানির করা হয়েছে। এ আয় গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply