হার দিয়ে বছর শুরু রিয়ালের

|

বছরের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ। ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুটা সুখকর হয়নি রিয়াল মাদ্রিদের। ম্যাচের নবম মিনিটেই পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। কার্লো আনচেলত্তির শিষ্যদের ১-০ গোলে নিজেদের মাঠে হারিয়েছে গেতাফে।

লা লিগায় টানা ১১ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেয়েছে রিয়াল। আর ২০১২ সালের পর গেতাফের বিপক্ষে হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন এনেস উনাল।

হারলেও ম্যাচের আধিপত্য ধরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে জয় পেলেও পুরো ম্যাচ জুড়ে গেতাফের বল পজিশনের হার ২৬। লিগে এই নিয়ে মাত্র দুইটি ম্যাচ হেরেছে রিয়াল। ২০ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রিয়াল। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেভিয়া দুই ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অবনমনের তালিকা থেকে বের হয়ে ১৬ নম্বরে উঠেছে গেতাফে।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply