নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটের মাঠে এবার সবার নজর নতুন ভোটারদের দিকে। এবারের নির্বাচনে ৪২ হাজারেরও বেশি নতুন ভোটার পছন্দের প্রার্থীকে সমর্থন দেবে। নতুনদের প্রত্যাশা, অপরাধ ও দূষণমুক্ত এক মানবিক নারায়ণগঞ্জ গড়বেন ভবিতব্য নগরপিতা। অন্যদিকে প্রার্থীরাও বিশ্বাস করেন, নতুনদের আছে ফল বদলে দেয়ার ক্ষমতা।
ভোটের মাঠে প্রার্থীদের প্রচার-প্রচারণায় এখন ব্যস্ত নারায়ণঞ্জ। আসছে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৫ লাখেরও বেশি মানুষ যাদের ৪২ হাজার নতুন ভোটার, যা মোট ভোটারের প্রায় সাড়ে ৮ শতাংশ। এসব তরুণ প্রথাগত নারায়ণগঞ্জের পরিবর্তন চান। তাদের প্রত্যাশা, অপরাধ-দুর্নীতিমুক্ত সবুজ নগর গড়বেন নতুন মেয়র। আর তেমন প্রার্থীকেই ভোট দিতে চান নতুনরা।
পরিবর্তনের ক্ষমতা আছে নতুনদের, এমন বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার, দুজনেরই। তাদের নির্বাচনী ভাবনায়ও বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণরা।
শুধু আশ্বাসে আশ্বস্ত হতে চান না তরুণরা। বদলাতে আর দিন বদলের সারথী হতেই ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। আর তাই এবারের সিটি নির্বাচনে অন্যতম ট্রাম্পকার্ড এই নতুনরা।
/এডব্লিউ
Leave a reply