বাংলাদেশের দুই ব্যাটার মুমিনুল হক এবং লিটন দাসের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। তৃতীয় দিনের প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর অধিনায়ক মুমিনুল লিটন দাসকে নিয়ে এগিয়ে যাচ্ছেন।
মুমিনুল অপরাজিত আছেন ৬১ রানে। অপর প্রান্তে লিটন অপরাজিত ৫১ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০৭ রান। বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ২১ রানে।
তৃতীয় দিনের শুরুতেই তরুণ ব্যাটার মাহমুদুল হাসান ব্যক্তিগত ৭৮ রানের মাথায় সাজঘরে ফেরার পর অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ব্যাটিংয়ে নামেন মুশফিক। শুরুটা ভালোও করেছিলেন তিনি। তবে ১২ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ফিরেছেন মুশফিক।
এর আগে কিউইদের ৩২৮ রানে আটকে দেয়ার পর ব্যাট হাতে ভালো শুরু করে সফরকারীরা। ২ উইকেট হারিয়ে ১৭৫ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ।
ইউএইচ/
Leave a reply