‘রাষ্ট্রপতির সংলাপে কেউ অংশ না নিলেও কোনো সংকট হবে না’

|

মাহাবুব উল আলম হানিফ। ফাইল ছবি।

রাষ্ট্রপতির সাথে সংলাপে সব দল অংশগ্রহণ করবে এমন আশা আওয়ামী লীগের। তবে কেউ অংশ না নিলেও কোনো সংকট হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার (৩ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জাতির নানা ক্রান্তিকালে সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে।

সংলাপ নিয়ে বিএনপি নেতাদের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, বিএনপির নেতিবাচক মানসিকতার কারণে জনগণ তাদের বয়কট করেছে। খালেদা জিয়া সুস্থ হয়ে ঘরে ফিরুক তা সবাই চায় কিন্তু আইন সবার জন্য সমান। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া আইনি কোনো সুযোগ নেই।
আরও পড়ুন: ইসি গঠন নিয়ে সংলাপ; পরিস্থিতি রাষ্ট্রপতির জন্য বিব্রতকর?
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply