শতকের আক্ষেপ নিয়েই ফিরে গেলেন মুমিনুল-লিটন

|

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বোলারদের সামলে শতকের দিকেই এগিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাস। তবে শেষ পর্যন্ত পেরে উঠলেন না তাদের সাথে।

নিজের শতকের ১২ রানের আগে ৮৮ রানে বোল্টের বলে এলবিডব্লিউ হন মুমিনুল আর লিটন দাস আউট হয়েছেন ৮৬ রানে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৭৯ রান। এর ফলে ৫১ রানের লিড নিয়েছে বাংলাদেশ। ক্রিজে মেহেদী হাসান রয়েছেন ৪ রানে আর ইয়াসির আছেন ৫ রানে।

তৃতীয় দিনের শুরুতেই তরুণ ব্যাটার মাহমুদুল হাসান ব্যক্তিগত ৭৮ রানের মাথায় সাজঘরে ফেরার পর অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ব্যাটিংয়ে নামেন মুশফিক। শুরুটা ভালোও করেছিলেন তিনি। তবে ১২ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ফিরেছেন মুশফিক।
আরও পড়ুন: আশরাফুলকে ‘দেশদ্রোহী’ বললেন নান্নু!
এর আগে কিউইদের ৩২৮ রানে আটকে দেয়ার পর ব্যাট হাতে ভালো শুরু করে সফরকারীরা। ২ উইকেট হারিয়ে ১৭৫ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply