ঈদগাহ মাঠেই হলো বিএনপির সংক্ষিপ্ত সমাবেশ

|

১৪৪ ধারার মধ্যে কক্সবাজারের শহিদ সরণি সড়কে সমাবেশ করতে না পেরে ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি।

সকাল থেকে শহিদ সরণি এলাকায় মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সেখানে ১৪৪ ধারা জারির কারণে সমাবেশ করতে না পেরে ইদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। সমাবেশে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে যা অত্যন্ত দুঃখজনক।

বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও চিকিৎসার দাবির আন্দোলনে সক্রিয় থাকতে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম। এসময় সমাবেশস্থল ঘিরে রাখে বিপুল সংখ্যক পুলিশ।

এর আগে একই এলাকায় বিএনপি ও যুবলীগ সমাবেশ ডাকায় আজ ভোর থেকে কাল সকাল পর্যন্ত শহরের শহিদ সরণি সড়ক ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply