নিউইয়র্ক সিটিতে প্রথম বাংলাদেশি বংশদ্ভুত কাউন্সিলওম্যান, শপথ নিলেন কোরআন ছুঁয়ে

|

ছবি: সংগৃহীত।

প্রথম বাংলাদেশি বংশদ্ভুত ও মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিয়েছেন শাহানা হানিফ। গত সোমবার (২৭ ডিসেম্বর) শপথ নেন তিনি। মুসলিম নারী হিসেবে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন শাহানা। খবর নিউইয়র্ক টাইমস।

এর আগে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহানা। গত ২ নভেম্বর ডিস্ট্রিক্ট-৩৯ (পার্ক স্লোপ, কেনসিংটন এবং সেন্ট্রাল ব্রুকলিন) থেকে প্রথম মুসলিম নারী হিসেবে বিজয়ী হন তিনি। এর মাধ্যমে নিউইয়র্কে ইতিহাস তৈরি করেছেন শাহানা।

নিউইয়র্ক সিটিতে মোট ৭ লাখ ৬৯ হাজার মুসলমান বাস করেন। তবে এর আগে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে কেউই কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পারেননি। এই প্রথমবারের মতো দক্ষিণ এশিয়া থেকে এবং মুসলিম নারী হিসেবে সেই স্থান দখল করলেন শাহানা।

প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি বসবে সিটি কাউন্সিলের প্রথম অধিবেশন। নিউইয়র্ক সিটি কাউন্সিলে অধিকাংশ সদস্যই এবার নারী। এমনকি স্পিকারও হচ্ছেন একজন নারী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply