তারকাদের বিলাসবহুল লাইফস্টাইল ও নানা ধরনের শখ নিয়ে ভক্তদের প্রবল আগ্রহ সবসময়ই লক্ষ্য করা যায়। প্রিয় অভিনেতা বা অভিনেত্রীকে অনুসরণ করে তাদের মতো সাঁজ-পোশাক পরতেও অনেকে পছন্দ করেন। বলিউড সুপারস্টার সালমান খানকে সবসময় হাতে একটি নীল পাথরের ব্রেসলেট পরতে দেখা যায়। তাকে অনুসরণ করে সালমানভক্তদের অনেকে একই রকম দেখতে ব্রেসলেট পরে থাকেন।
সালমান খানের এই ব্রেসলেট পরার কারণ কী? একবার এক সাক্ষাৎকারে ব্রেসলেটের গোপন রহস্য জানিয়েছিলেন তিনি।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সালমান খান জানান, ‘আমার বাবা এটি সবসময় পরতেন। বড় হয়ে ওঠার সময় বাবার হাতে ওটা নিয়ে আমি খেলা করতাম। তারপর যখন অভিনয়ে পা রাখি বাবা আমাকে ঠিক ওরকম একটা ব্রেসলেট উপহার দেন। এটায় যে পাথর বসানো, ওটাকে বলে ফিরোজা।’ ব্রেসলেটে বসানো ফিরোজা পাথরটিকে ‘লিভিং স্টোন’ হিসেবে উল্লেখ করে সালমান জানান, ‘এটার সাথে যেটা হয় তা হলো যখনই কোনো নেতিবাচক জিনিস আসতে থাকে তখন এটা সেটাকে সবার আগে নিয়ে নেয়। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম দাগ আসে। তারপর গায়ে ফাটল ধরে। এটা আমার সাত নম্বর পাথর।’
আরও পড়ুন: মৃত অভিনেতার ফেসবুক আইডি থেকে নববর্ষের শুভেচ্ছা!
/এনএএস
Leave a reply