মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান শিকদার (৪৫) ও সোহাগ শেখ (২৩) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) বিকেল উপজেলা সদরের মহম্মদপুর-মাগুরা মহাসড়কের শ্যামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা সদরের মহম্মদপুর-মাগুরা মহাসড়কের শ্যামনগর এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হোটেল ব্যবসায়ী হান্নান শিকদার গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হান্নান শিকদার মহম্মদপুর সদরের আতিয়ার রহমানের ছেলে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে রোববার (২ জানুয়ারি) বিকেলে মহম্মদপুরের বাওইজানি গ্রামের আঞ্চলিক সড়কে ইট ভাঙ্গা ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সোহাগ শেখ গুরুতর আহত হয়। আহত সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে সে মারা যায়। সোহাগ মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া গ্রামের আক্তার শেখের ছেলে।
আরও পড়ুন-মেঘনায় নৌকাডুবিতে নিহত ৩, নিখোঁজ ১
এনবি/
Leave a reply