Site icon Jamuna Television

ভারতের রাষ্ট্রপতির নাম জানেন না টাইগার শ্রফ!

সম্প্রতি মুক্তি পাওয়া  ‘বাঘি টু’তে দারুণ অভিনয়ের সুবাদে দর্শকদের মন আরও একবার জয় করে নিয়েছেন টাইগার শ্রফ। কিন্তু  তার সাধারণ জ্ঞানের মেধা দেখে অনেকে অবাক। আর এরই মধ্যে এই কেলেঙ্কারি করে সমালোচনা পাত্র হয়েছেন তিনি।

এ অনুষ্ঠানে এবিপি আনন্দ তাঁকে প্রশ্ন করেছিল, ভারতের রাষ্ট্রপতি কে। বহু ভেবে টেবে মাথা টাথা চুলকে তিনি বলেছেন, মিস্টার মুখার্জি। আর এই নিজ দেশের রাষ্ট্রপতির নাম বলতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যেমে তাকে নিয়ে চলছে ট্রল।

প্রশ্নোত্তর পর্বের প্রথম দিকে ভালই জবাব দিচ্ছিলেন টাইগার। বান্ধবী দিশা পাটানির প্রথম ছবির নাম বলে দেওয়া থেকে রণদীপ হুডা ও মনোজ বাজপেয়ীর মধ্যে তুলনা- সপ্রতিভ লাগছিল তাঁকে। তারপর যেই সাংবাদিক জানতে চান, বলুন তো, ভারতের রাষ্ট্রপতির নাম, এক্কেবারে ঘেঁটে গেলেন তিনি।

এদিকে এর আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের একটি পর্বে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেই অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির নাম বলতে পারেননি আলিয়া ভাটও।

Exit mobile version