বিশ্বকাপ ব্যর্থতার বেশ কিছু কারণ খুঁজে পেয়েছে বিসিবির তদন্ত কমিটি। জানা গেছে, তার মধ্যে কয়েকটি কারণ অত্যন্ত উদ্বেগজনক। তবে সেসব কারণের সবই সমাধানযোগ্য বলে মনে করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। বোর্ড সভায় সেসব কারণ উপস্থাপন করা হবে বলেও জানা যায়।
তিন ফরম্যাটে বিসিবি খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির খসড়া তৈরি করেছে। এই খসড়া বোর্ড মিটিংয়ে পাসের অপেক্ষায় রয়েছে বলেও জানা যায়। খসড়া অনুযায়ী সব ফরম্যাটেই দেশের হয়ে খেলবেন সাকিব, এমনটাই প্রত্যাশা করছে বোর্ড।
আরও পড়ুন: ‘পদে থেকে আশরাফুলকে নিয়ে মন্তব্য করা ঠিক হয়নি প্রধান নির্বাচকের’
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, এখনই বলা যাচ্ছে না সাকিব কোনো সিরিজ বা কোন ম্যাচ খেলবে। আমাদের কাছে যে চুক্তির খসড়া আছে, সেখানে সাকিব খেলবে তিন ফরম্যাটেই।
আরও পড়ুন: নান্নুর কারণেই জাতীয় দলে ফিরতে পারিনি: লাইভে আশরাফুলের ক্ষোভ
Leave a reply