ইউক্রেন আক্রান্ত হলে কড়া ব্যবস্থা নেয়া হবে: বাইডেন

|

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আক্রান্ত হলে ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা।

রাশিয়ার দ্বারা ইউক্রেন আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রই নয় তার মিত্ররাও আক্রান্ত হলে ইউক্রেনের পাশে থাকবে। খবর এএফপির।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, এক ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট বাইডেন নিশ্চিত করেছেন যে, ইউক্রেন আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনের পাশে থাকবে। ইউক্রেনে হামলার ব্যাপারে বাইডেন পুতিনকে সতর্ক করার পরই ইউক্রেনের প্রতি সমর্থনের কথা জানালো হোয়াইট হাউস। ফোনালাপ শেষে প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইট বার্তায় সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে আগামী ৯ ও ১০ জানুয়ারি জেনেভাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কূটনীতিকদের আলোচনায় বসার কথা রয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply