দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে আবার আগুন

|

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে লাগা আগুন আবারও জ্বলতে শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর আবার শিখা উঠতে দেখা যায়।

বিবিসি জানায়, মেঝেতে থাকা কার্পেট এবং কাঠ থেকে আবারও জ্বলে ওঠে আগুন। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গত রোববার (২ ডিসেম্বর) পার্লামেন্ট ভবনে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় পার্লামেন্টের নিম্নকক্ষের আসবাবপত্র এবং প্রয়োজনীয় বিভিন্ন জিনিস।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে দেশটির পুলিশ। আজ আদালতে তোলা হবে তাকে। আটক ব্যক্তির বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং চুরির অভিযোগ দায়ের করা হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply