Site icon Jamuna Television

ইসরায়েলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবারের (৩ জানুয়ারি) ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।

দেশটির সেনাবাহিনী জানায়, প্রশিক্ষণ হেলিকপ্টারটিতে দুই পাইলটসহ তিনজন আরোহী ছিলেন। হঠাৎই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় উপকূল বিধ্বস্ত হয় সামরিক উড়োযানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাইলটের। পরে আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি হয়েছে।

তবে কি কারণে দুর্ঘটনার কবলে পড়লো হেলিকপ্টারটি তা এখনও জানা যায়নি। কারণ উদঘাটনে তদন্ত চলছে।

/এডব্লিউ

Exit mobile version