অবৈধ উপায়ে ঝুঁকিপূর্ণ পথে স্পেনে পাড়ি দিতে গিয়ে গেলো বছর মৃত্যু হয়েছে ৪ হাজার ৪শ’ মানুষের। যা ২০২০ সালের তুলনায় দ্বিগুণ। সোমবার এ তথ্য জানিয়েছে ওয়াকিং বর্ডার নামের একটি পর্যবেক্ষক দল।
তাদের দাবি, নিহত এসব অভিবাসনপ্রত্যাসীদের মধ্যে ২০৫ জনই শিশু। মূলত নৌকা বা ট্রলারে করে ঝুঁকি নিয়ে সমুদ্র পথ পাড়ি দিতে গিয়েই বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে। ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরে নিহত হয়েছে ৯০ ভাগ মানুষ। তবে এই সময়ে সফলভাবে স্পেনে পৌঁছাতে পেরেছেন ৩৯ হাজারের বেশি অভিবাসী।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম বলছে, গেলো বছর শুধু ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে গিয়ে প্রাণ গেছে ৯৫৫ জনের। যা ২০১৪ সালের পর সর্বোচ্চ।
আরও পড়ুন: ইসরায়েলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২
ইউএইচ/
Leave a reply