একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন, আশ্রয়ণ প্রকল্পে ব্যয় বাড়লো

|

দ্রুততম সময়ের মধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলি টানেল খুলে দিতে চায় সরকার। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে একনেক সভা শেষে ব্রিফিং এ একথা জানান পরিকলন্পনা মন্ত্রী এম এ মান্নান। সভায় ১১ হাজার ২১১ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনা কমিশন জানায়, ৪র্থ সংশোধিত আশ্রয়ণ প্রকল্পের আওতায় পাকা ও সেমি পাকা ব্যারাক, বহুতল ভবন, কমিউনিটি সেন্টার, সড়ক ও সুপেয় পানির উৎস তৈরি হবে। নতুন পাকা বাড়ি পাবে আড়াই লাখ গৃহহীন পরিবার। সে জন্য আশ্রয়ণ প্রকল্পে আরও প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় করবে সরকার। সংশোধন করা হবে কয়েকটি বাড়ির নকশাও। প্রতিটি বাড়ি নির্মাণের খরচ বাড়ছে ৪০ হাজার টাকা। বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর বাইরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নতুন ২৫০টি প্লট হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply