পিএসজিতে ফের করোনা, এবার আক্রান্ত দানিলো

|

ছবি: সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) ফের আঘাত হেনেছে করোনা। লিওনেল মেসির পর এবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিএসজির মিডফিল্ডার দানিলো পেরেইরা। গত সোমবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ক্লাবটি।

পিএসজির এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, দানিলোর শরীরে সামান্য উপসর্গ দেখা দিয়েছিল। তারপর করোনা পরীক্ষা করা হলে তার শরীরে করোনা ধরা পড়ে। এরপরই কোয়ারেন্টাইনে পাঠানো হয় দানিলোকে। এরপর আবারও করোনা পরীক্ষা করা হবে পর্তুগীজ এই মিডফিল্ডারের । দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই দলের সাথে অনুশীলন করতে পারবেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার।

আরও পড়ুন: করোনা আক্রান্ত হলেন মেসি

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পিএসজির ৫ খেলোয়াড় রয়েছে মাঠের বাইরে, যার মধ্যে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এছাড়া লেফট ব্যাক হুয়ান বারনাট, গোলরক্ষক সার্জিও রিকো এবং মিডফিল্ডার নাথান বিটুমাজালাও আক্রান্ত হয়েছেন করোনায়। এছাড়া চোট পেয়ে দলের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

আরও পড়ুন: এমবাপ্পের হ্যাটট্রিকে শেষ ষোলোতে পিএসজি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply