যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে তলব করেছেন নিউইয়র্কের একটি আদালত।
সোমবার (৩ জানুয়ারি) মার্কিন গণমাধ্যমে ট্রাম্পের সন্তানদের আদালতে হাজির হওয়ার নির্দেশের খবর প্রকাশ করে।
নিউইয়র্ক আদালতের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের দুই সন্তানের ব্যবসা সংক্রান্ত নথি চেয়ে তাদের তলব করেছেন। খবর এনবিসি।
এর আগেও আদালত তাদের সম্পদের তথ্য চেয়ে একাধিকবার তলব করলেও তারা হাজির হননি। এবারও আদালতে হাজির হবেন না বলে জানিয়েছেন ট্রাম্প জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প।
উল্লেখ্য, ট্যাক্স ফাঁকি দিতে সম্পদের বিবরণীতে ভুল তথ্য দেয়া হয়েছে বলে ট্রাম্প ও তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ পুরনো।
আরও পড়ুন- ইসরায়েলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২
এনবি/
Leave a reply