নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই তৈমূর আলম খন্দকারকে বহিষ্কার করেছে বিএনপি। এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, জনগণ সরকারের সাথে আছে। নির্বাচন আসলেই বিএনপি তা টের পাবে।
আরও পড়ুন: আমরা এখনও লকডাউনের চিন্তা করছি না: স্বাস্থ্যমন্ত্রী
এছাড়া ছাত্রলীগের মধ্যে কোনো অনুপ্রবেশকারী ঢুকে সংগঠনের যাতে বদনাম করতে না পারে, সে বিষয়েও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। এ সময় তথ্যমন্ত্রী জানান, শুধু বিনোদন নয়, মানুষকে সচেতন করতে ডিজিটালমাধ্যম ও টেলিভিশনে কাজ করতে হবে।
আরও পড়ুন: ‘কিছু দেশের অসন্তোষ দূর করতে চায় সরকার’
Leave a reply