দিল্লিতে সপ্তাহান্তে জারি হচ্ছে কারফিউ, আবারও ফিরছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

|

ছবি: সংগৃহীত।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে ভারতের বিভিন্ন প্রান্তে বাড়ছে করোনা সংক্রমণ। এ সংক্রমণ ঠেকাতে দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি বৈঠকে বসে মঙ্গলবার (৪ জানুয়ারি)। সেখানে দিল্লিতে সপ্তাহান্তে কারফিউ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর এনডিটিভির।

বৈঠক শেষে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, করোনা বাড়ছে। তাই প্রতি সপ্তাহান্তে কারফিউ জারির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ সময় সরকারি সব কার্যালয়ের কর্মীরা বাড়িতে বসে কাজ করবেন। অন্যদিকে বেসরকারি অফিসগুলো চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে। তবে এ সময়ে মেট্রো ও বাসগুলো শতভাগ যাত্রী নিয়ে চলাচল করবে। সে ক্ষেত্রে মাস্ক পরা থাকবে বাধ্যতামূলক।

তবে কবে থেকে এ সব নির্দেশনা কার্যকর হবে সে সম্পর্কে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, চলতি মাসের মাঝামাঝি বা ফেব্রুয়ারি থেকেই এসব বিধি-নিষেধ কার্যকর হতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতে করোনা সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনক হারে। এর মধ্যে দিল্লিতে শনাক্তের হার চিন্তা বাড়াচ্ছে। সোমবার (৩ জানুয়ারি) দিল্লিতে শনাক্তের হার ছিল ৬.৮৬ শতাংশ। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর পরই এ সিদ্ধান্ত এলো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply