প্রয়োজনে নারীদের সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হবে: তালেবান

|

প্রয়োজনে আফগান নারীদের আবারও সেনাবাহিনীতে নিয়োগ করা হতে পারে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, প্রয়োজন হলে আফগান নারীদের আবারও নিয়োগ দেয়া হবে সেনাবাহিনীতে। নারীদের ছাড়াও সাবেক আফগান সেনাবাহিনীর বিশেষজ্ঞদেরও সেনাবাহিনীতে পুনঃনিয়োগ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। খবর খামা নিউজের।

মঙ্গলবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে তালেবান মুখপাত্র এবং অন্তর্বতীকালীন তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বলেন, প্রয়োজন হলে নারীদের আবারও সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হবে।

এর আগে, সাবেক আফগান সরকারের নিরাপত্তা বাহিনীতে ৬৩০০ আফগান নারী সদস্য কর্মরত ছিলেন। গত বছরের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের কর্মজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। সাবেক সরকারের আমলে যেসব নারী সদস্য আফগান সেনাবাহিনীতে  কাজ করতেন তাদের ভবিষ্যতে পড়েছে অনিশ্চয়তায়। এ পরিস্থিতিতে তালেবান সরকারের এমন বক্তব্য নিঃসন্দেহে কিছুটা স্বস্তির

মার্কিন সরকারের নজরদারি প্রতিষ্ঠান স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন (এসআইজিএআর) গত বছরের জুলাইতে জানিয়েছিল, আফগান পুলিশ বাহিনীতে ৪২৫৩ জন, সেনাবাহিনীতে ১৯১৩ জন এবং বিমানবাহিনীতে ১৪৬ জন নারী সদস্য কর্মরত ছিলেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply