যে রেকর্ডে সবার ওপরে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত।

নিউজিল্যান্ডের ঘরের মাঠ মাউন্ট মঙ্গানুইতে প্রথম ইনিংসে দেশটির ৩২৮ রানের জবাবে বাংলাদেশ করেছে ৪৫৮ রান। এই রান করতে টাইগাররা খেলেছে ১৭৬.২ ওভার। বল মোকাবেলা করায় যা একটি বিশ্বরেকর্ড।

নিউজিল্যান্ডের মাটিতে ২০১০ সালের পর আর কোনো সফরকারী দেশই এর চেয়ে বেশি ওভার টিকতে পারেনি। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের। ২০১৩ সালে ডুনেডিনে ১৭০ ওভার খেলে ইংল্যান্ড করেছিল ৪২১ রান।

সর্বাধিক ওভার মোকাবেলা করার এই রেকর্ডে তৃতীয় অবস্থানেও ইংল্যান্ড। ২০১৯ সালেই এক ইনিংসে ১৬২.৫ ওভার মোকেবেলা করেছিল ইংলিশরা। হ্যামিল্টনে সেবার তাদের সংগ্রহ ছিল ৪৭৬ রান। চতুর্থ সর্বোচ্চ বল মোকাবেলা করার রেকর্ডটা ক্যারিবিয়ানদের। ২০১৩ সালে ডুনেডিনে ১৬২.১ ওভার খেলে ৫০৭ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া পঞ্চম সর্বোচ্চ বল মোকাবেলা করেছে অস্ট্রেলিয়া। ২০১৬ সালে ওয়েলিংটনে ৫৬২ রান করার পথে অজিরা খেলেছিল ১৫৪.২ ওভার।

আরও পড়ুন: ‘আমরা একটু আওয়াজ করি, বোলার অনেক কষ্ট করছে’

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply