দুই ছেলেসহ করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

|

ফাইল ছবি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের এমপি জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে আইসিটি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব বিষয়টি যমুনা টিভিকে নিশ্চিত করেছেন।

আক্রান্ত দুই ছেলেসহ আইসিটি প্রতিমন্ত্রী বাসাতেই আইসোলেশনে আছেন। বুধবার তার স্ত্রীর করোনা পরীক্ষা করা হবে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন পলক। এসময় তার দুই পুত্রও তার সাথে ছিল। গত ১ তারিখে তিনি দেশে ফিরেছেন। মঙ্গলবার করোনার নমুনা পরীক্ষা করা হলে দুই ছেলেসহ তার ফলাফল পজিটিভ আসে।

আরও পড়ুন: মাথায় ব্যান্ডেজ নিয়ে অনুষ্ঠানস্থলে লেখক, সংঘর্ষের কারণে দেরিতে শুরু কার্যক্রম

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক একাউন্টে দেয়া এক স্ট্যাটাসেও করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। লেখেন, কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে।

স্ট্যাটাসে পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন পলক। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও টিকা গ্রহণ করতে অনুরোধ করেন তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply