নীলফামারীতে বাড়ছে শীতের দাপট, ভোগান্তি স্থানীয়দের

|

পৌষের কনকনে শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা নীলফামারীর মানুষ। ঘন কুয়াশা আর আকাশ মেঘাচ্ছন্ন থাকায় গত কয়েকদিনে দেখা মেলেনি সূর্যের। হাড় কাঁপানো কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এছাড়া শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছে বয়স্ক ও শিশুরা। আগামী আরও কয়েকদিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্করা। মূলত ডায়রিয়া আর শ্বাসকষ্টজনিত রোগে বেশি ভুগছেন তারা। নীলফামারী জেনারেল হাসপাতালে প্রতিদিনই প্রায় ৩০০ রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

আবহাওয়া অফিস জানিয়েছে, গত এক সপ্তাহে নীলফামারীতে তাপমাত্রা ওঠানামা করছে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাড় কাপানো শীতে সবচেয়ে বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীত নিবারণে তাই রাস্তার পাশের গরম কাপড়ের দোকানে ভিড় করছেন তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply