রাবি শিক্ষক তাহের হত্যার আপিল শুনানি ১৮ জানুয়ারি

|

ফাইল ছবি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এস তাহের হত্যার আপিল শুনানি ১৮ জানুয়ারি ঠিক করেছেন আপিল বিভাগ।

বুধবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, এই মামলায় আর সময় মঞ্জুর করা হবে না।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি তাহের আহমেদ নিখোঁজ হন। ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসার বাইরে ম্যানহোলে তাহেরের লাশ পাওয়া যায়। ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। তারা হলেন, ড. তাহেরের সহকর্মী ড. মিয়া মো. মহিউদ্দিন এবং ড. তাহেরের বাসার তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলম।

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহের আহমেদকে হত্যায় আব্দুস সালাম ও নাজমুল নামে আরও দুই আসামির দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিলেন হাইকোর্ট। দণ্ডিত চার আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply