গাড়িতে পতাকা ব্যবহারের জন্য ষড়যন্ত্রের পথ খোঁজে একটি শ্রেণি: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

গাড়িতে পতাকা ব্যবহারের জন্য দেশের একটি শ্রেণী সবসময় ষড়যন্ত্রের পথ খোঁজে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকতে ছাত্রলীগ কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির দ্বিতীয় দিনে (৫ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, লোভ-লালসা এড়িয়ে ও সন্ত্রাস থেকে দূরে থেকে ছাত্রলীগের কর্মীদের দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে।

এছাড়া, তৃণমূল থেকে দেশের উন্নয়নের জন্য ছাত্রলীগের কর্মীদের শিক্ষার উপর জোর দেয়ার পরামর্শও দেন শেখ হাসিনা। নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ফলে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৮৪ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply