অবশেষে করোনামুক্ত হলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। আজ (৫ জানুয়ারি) সকালে দ্বিতীয়বার তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। এ খবর পাওয়া মাত্রই পরিবার নিয়ে ফ্রান্সের উদ্দেশে রওনা দেন এই ফুটবল মহাতারকা।
গত ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে আইসোলেশনে ছিলেন মেসি। পরে ২ জানুয়ারি (রোববার) কোভিড টেস্টে তার করোনা ধরা পড়ে। এ কারণে বড়দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে নির্ধারিত সময়ে ফ্রান্সে ফিরতে পারেননি তিনি। অবশেষে বুধবার সকালে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসা মাত্রই রোজারিও থেকে একটি প্রাইভেট বিমানে মেসি তার পরিবার নিয়ে ফ্রান্সের উদ্দেশে রওয়া দেন।
এদিকে, মেসি করোনা আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ ছিল না। তাই তিনি এতদিন আইসোলেশনে ছিলেন মূলত করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায়।
আরও পড়ুন: লন্ডন থেকে ছুটি কাটাতে এসে করোনায় আক্রান্ত সৌরভ কন্যা
Leave a reply