ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই: মাহবুব তালুকদার

|

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মতে, সন্ত্রাস ও সংঘর্ষ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের অনুসঙ্গ হয়ে উঠছে। এখন ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। বুধবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। নির্বাচনি সন্ত্রাস প্রতিহত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের প্রতিঘাত আরও জোরদার করতে হবে। এছাড়া ইউপি নির্বাচনে দলীয় মনোয়ন প্রথা উঠিয়ে না দিলে সন্ত্রাস ও সংঘর্ষ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি।

নিজেদের ব্যর্থ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করে তার মন্তব্য, নির্বাচনের মৌলিক শর্ত ভোটের আগে ও পরে ব্যালট পেপারের নিরাপত্তা বিধান। আমরা যথাযথভাবে তা দিতে ব্যর্থ হয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারবে বলে মনে হয় না।

কয়েকজন সংসদ সদস্য সরাসরি আচরণবিধি লঙ্ঘন করে চলমান ইউপি নির্বাচনকে কলুষিত করেছেন জানিয়ে মাহবুব তালুকদার আরও বলেন, কেবল চিঠি দেয়া ছাড়া তাদের সম্পর্কে আর কোনো ব্যবস্থা নেয়া যায়নি।

তিনি এও জানিয়েছেন, ২০১৮ সালেও জাতীয় নির্বাচনে ভোটের আগের রাতে ভোট হওয়ার অভিযোগে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply