মানিকগঞ্জে দুই প্রার্থীর সংঘর্ষের মাঝে পরে নারী ভোটারের মৃত্যু

|

ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের দৌলতপুরে ভোটকেন্দ্রের পাশে দুই মেম্বার সর্মথকদের সংর্ঘষের মাঝে পরে সমেলা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাচামারা ইউনিয়নের বাঁচামারা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। নিহত সমেলা ওই এলাকার মাহাতাবের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা।

তানিয়া সুলতানা জানান, বাঁচামারা ইউনিয়নের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের পাশে দুই মেম্বার সর্মথকদের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় ওই নারী মাঝে পরে নিহত হন। স্থানীয়দের তথ্য মতে, তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তানিয়া সুলতানা।

উল্লেখ্য, ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের দুইটি উপজেলা দৌলতপুর ও হরিরামপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে, হরিরামপুর উপজেলায় বেশ কয়েকটি কেন্দ্রে কয়েক দফা সংঘর্ষের কারণে সাময়িক ভোটগ্রহণ বন্ধ ছিল।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply