ছাত্রকে করোনা টিকা দিয়ে গ্রেফতার শিক্ষিকা

|

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি স্কুলের এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার এক ছাত্রকে নিজেই করোনার টিকা দিয়েছেন। অথচ তার চিকিৎসা সংক্রান্ত কোনো যোগ্যতা বা অনুমোদন নেই। দেশটির পুলিশ জানিয়েছে, লরা রুসো নামের ওই শিক্ষিকা তার বাসায় ছাত্রকে টিকা দিয়েছেন। কিন্তু টিকা দেয়ার কোনো অনুমোদন তার ছিল না এবং তিনি ওই ছাত্রের বাবা-মায়ের সম্মতিও নেননি।

আরও পড়ুন: দুর্ঘটনায় আহত মালিক, পুলিশকে ডেকে আনলো কুকুর!

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে জানা যায়, ৫৪ বছর বয়সী এই শিক্ষিকা জীববিজ্ঞান পড়ান। নতুন বছরের প্রাক্কালে তিনি গ্রেফতার হন। অভিযোগ প্রমাণিত হলে চার বছরের জেল হতে পারে তার। ১৭ বছর বয়সী ওই ছাত্র করোনার টিকা চেয়েছিল বলে জানা গেছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply