Site icon Jamuna Television

যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টারে আগুন; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের ১২তলা রাহাত টাওয়ার ভবনের ১১তলায় অবস্থিত যমুনা টেলিভিশন সেন্টারে আগুন লাগে। তবে অফিসে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে যাওয়ায় হতাহতের খবর পাওয়া যায়নি। এই টাওয়ারের বিভিন্ন ফ্লোরে কয়েকটি ফার্মেসীসহ এখানে বিজয় টেলিভিশনেরও সেন্টারও আছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিয়ে এখনো কোনো ধরনের তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

Exit mobile version