করোনা আক্রান্ত হয়ে বেশ কিছু শিশুর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে ব্রাজিল প্রশাসন। পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা প্রতিরোধক ভ্যাকসিন দেয়া শুরু করবে দেশটি। গত বুধবার (৫ জানুয়ারি) ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণাটি দেয়।
ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, টিকাগ্রহণের জন্য চিকিৎসকদের প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। ভ্যাকসিন বাধ্যতামূলক না করা হলেও সরকার জানিয়েছে, স্কুলে যাওয়ার জন্য টিকাগ্রহণ জরুরি। জানুয়ারির শেষ নাগাদ শুরু হবে এই টিকাগ্রহণ কার্যক্রম।
আরও পড়ুন: নিজেও টিকা নিবেন না, মেয়েকেও টিকা নিতে দিবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট
এরইমধ্যে, শিশুদের জন্য ফাইজারের ২ কোটি ডোজ টিকা কিনেছে ব্রাজিল। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুয়েইরোগা জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে। মূলত এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। এর আগে, ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলছিলেন যে, তিনি ভ্যাকসিন নেবেন না এবং তার ১১ বছর বয়সী কন্যা লরাকেও করোনা ভ্যাকসিন দেবেন না।
আরও পড়ুন: পেটের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট
Leave a reply