স্কুল শিক্ষিকার শরীরে কেরোসিন ঢেলে আগুন, অভিযুক্ত স্বামী

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে এক স্কুল শিক্ষিকার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগীর স্বামী সাদিকুল ইসলামের বিরুদ্ধে।

বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী ফাতেমা খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী ফাতেমা শহরের মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে, ঘটনার পর থেকে স্বামী সাদিকুল ইসলাম পলাতক রয়েছেন। সাদিকুলের বাবা সাজ্জাদ হোসেন রাজশাহী সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

আরও পড়ুন: ফেনীতে বিজয়ী প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা, আহত অন্তঃসত্ত্বা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক জানান, আগুনে ফাতেমার হাত, মুখ ও বুক পুড়ে গেছে। শরীরের ২৫ শতাংশ ‘মিক্সড বার্ন’ হয়েছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply