ঐতিহাসিক জয়ের পর ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা

|

ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে আজ ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের ঐতিহাসিক জয়ের পর এদিন বেশ ফুরুফুরে মেজাজেই মাউন্ট মঙ্গানুই ত্যাগ করে টাইগাররা। আগামী ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়।

দুর্দান্ত জয়ের পর অনেকটা স্বস্তি নিয়ে রওনা হলেও পরের গন্তব্য যে সেই ত্রাসের শহর ক্রাইস্টচার্চ! মাউন্ট মঙ্গানুই থেকে একটি চার্টার্ড প্লেনে করে উড়াল দেয় মুমিনুল বাহিনী। ইতিহাস গড়ার আত্মবিশ্বাস এখন সামনের ম্যাচ খেলতেও সাহসী করবে দলকে। এদিন হোটেল ছাড়ার আগে মানসিক ও শারীরিকভাবে চাঙা থাকতে জিমে কিছু সময় ব্যয় করে টাইগাররা।

আরও পড়ুন: ‘১১০ পার্সেন্ট দিয়েই নিউজিল্যান্ডের মাটিতে জিতেছে বাংলাদেশ’

মাঠে ভালো পারফরমেন্স মানসিক প্রশান্তির সাথে দলকে শারীরিকভাবেও বেশ চাঙা রাখছে। এমনটাই মনে করেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি। ক্রাইস্টচার্চে ম্যাচের আগে ২ দিন অনুশীলন করবে টাইগাররা। ইনজুরি সমস্যা এড়াতে ও ম্যাচের জন্য শরীরকে প্রস্তুত করা নিয়েই কাজ করবে কোচিং স্টাফরা। নিকোলাস লি বলেন, বাংলাদেশ ক্রাইস্টচার্চে পৌঁছে গেছে। প্রথম ম্যাচে জয় দারুণ আত্মবিশ্বাস দেবে দলকে। রওনা দেয়ার আগে আমরা জিমে কিছু সময় ব্যয় করেছি। আগামী দুই দিন আমরা ফিটনেস নিয়ে আরও কাজ করবো যেন ইনজুরির সমস্যা এড়ানো যায়। সেই সাথে খেলোয়াড়দের শরীর যাতে রোববারের ম্যাচে ভালো করার মতো প্রস্তুত হয়, সে দিকেও খেয়াল রাখা হবে।

আরও পড়ুন: টাইগারদের বীরত্বের প্রশংসা অ্যাশেজে ও সর্বত্র


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply