জাহাঙ্গীরনগরে আবার বন্ধ সশরীরে ক্লাস

|

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সশরীরে ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগামী রোববার (৯ জানুয়ারি) থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে তত্ত্বীয় ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইনে চলবে এসব ক্লাস।

বুধবার (৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে ও জনসমাগম পরিহার করে সশরীরে অনুষ্ঠিত হবে বলে প্রশাসনসূত্রে জানা গেছে। তবে এবার হলগুলো বন্ধ করা হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবধরনের জনসমাবেশও বন্ধ থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এখনও তিনি আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি দেখেননি বলেও জানান।

প্রসঙ্গত, গত বছরের ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়। আর এখানে সশরীরে ক্লাস শুরু হয় ২১ অক্টোবর থেকে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply