২০২২ এর দারুণ সূচনা করেছেন ফারুকী-তিশা জুটি। তাদের ঘর আলো করে এসেছে কন্যা, ইলহাম। আর পিতৃত্বের দুইদিনের মাথায় কন্যাকে নিয়ে আবেগঘন এক কবিতা লিখে ফেলেছেন মোস্তাফা সরয়ার ফারুকী। কবিতায় উঠে এসেছে এক অপ্রস্তুত বাবার নিখাঁদ সন্তান বাৎসল্য আর মুগ্ধতার কথা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে ‘তোমার জন্য ইলহাম’ শিরোনামের কবিতাটি ফারুকী নিজেই তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ফারুকী লিখেছেন,
তোমার জন্য ইলহাম
কোনো অভিজ্ঞতা ছাড়াই
তোমাকে বরণ করার জন্য তৈরি হয়েছি, ইলহাম
ঢাল নাই, তলোয়ার নাই
এমন কি তৈরি নাই
দুইটা হাতও
তুমি আসবে শুনে ভিটামিন খেয়ে
হাতের স্বাস্হ্য বাড়াতে চেষ্টা করেছি
যেনো তোমার তুলতুলে শরীরে
ব্যথা না দেয় বাবার হাড়কাঠি হাত।
অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে
থরোথরো বুকে তোমার দিকে হাত বাড়িয়ে
দেখি আমার শীর্ন দুই হাত
জগতের সকল ভিটামিনের দিকে তাকিয়ে
পরিহাসের হাসি হাসছে
সেই তুমি যে আজকে বাবার কোলে
নিশ্চিন্তে ঘুমিয়ে কাটালে
দেড় ঘন্টা
সেটা কি বাবা হিসাবে আমাকে দেয়া তোমার গ্রেস মার্ক, মা?
ফারুকী পোস্ট করার সাথে সাথে ওই পোস্টের কমেন্ট সেকশন ভরে ওঠে শুভকামনা ও শুভেচ্ছায়। দুইঘণ্টায় ৩২ হাজার মানুষ অভিনন্দন জানিয়েছেন ফারুকী-তিশা ও নবজাতিকাকে।
/এসএইচ
Leave a reply