বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন বনে অভিযান চালিয়ে ৮টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত এই অভিযান চলে। র্যাব জানায়, ঘুমধুমের তুমব্রুর গহীন বনে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালিয়ে আটক করা হয় ৪ রোহিঙ্গা সন্ত্রাসীকে। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দেশি-বিদেশি ৮টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন।
আটককৃত রোহিঙ্গারা হলেন, মোহাম্মদ নূর, নাজিমুল্লাহ, আমান উল্লাহ ও খাইরুল আমিন। তারা উখিয়ার কুতুপালং ও থাইনখালী ক্যাম্পের বাসিন্দা।
সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্রগুলো অভিনব উপায়ে আনা হচ্ছিলো বলে জানায় র্যাব।
/এডব্লিউ
Leave a reply