উন্নত প্রযুক্তিতে তৈরি দেশীয় ইলেকট্রনিক্স পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। চাহিদা বিবেচনায় উদ্যোক্তারাও বাজারে আনছেন নিত্যনতুন পণ্য। বিশেষ করে বাণিজ্য মেলা উপলক্ষে যমুনা ইলেক্ট্রনিক্স বিশ্বমানের বেশকিছু নতুন পণ্য এনেছে। সাশ্রয়ী মূল্য আর গুণগত মানের কারণে এসব পণ্যের প্রতি ঝুঁকছেন ক্রেতারা।
এদিকে, এক সপ্তাহেও তেমন জমেনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আগের যে কোনও সময়ের তুলনায় মেলায় ক্রেতার উপস্থিতি এখনও অনেক কম। তবে মেলায় আসা ক্রেতা দর্শনার্থীর আগ্রহের কেন্দ্রে রয়েছে ইলেক্ট্রনিক্স পণ্যের স্টল। বিশেষ করে সাশ্রয়ী মূল্যের কারণে এখন অনেকেই ঝুঁকছেন দেশীয় পণ্যের দিকে। ক্রেতারা বলছেন দেশের তৈরি এসব পণ্যের গুণগত মানও অনেক ভালো।
আরও পড়ুন: শীতে মুরগির বাজারে দর ঊর্ধ্বমুখী, চাহিদা বাড়লেও যোগান কমছে ক্রমশ
ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কোম্পানিগুলো ইলেক্ট্রনিক্স পণ্য তৈরিতেও আনছেন বৈচিত্র। বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বেশ কয়েকটি স্মার্ট ফ্রিজ বাজারে এনেছে যমুনা ইলেক্ট্রনিক্স। ক্রেতাদের স্বার্থে মেলা উপলক্ষে প্রতিটি পণ্যে বড় ধরনের ছাড় দিচ্ছে যমুনা ইলেক্ট্রনিক্স।
এসি, টিভি, ফ্রিজের পাশাপাশি যমুনা অটোমোবাইলেও যুক্ত হয়েছে নতুন স্কুটি। গুণগত মানের বিচারে এটি আন্তর্জাতিক মানের বলছেন ক্রেতারা। মেলা জমে উঠলে বিক্রির পরিমাণ আরও বাড়বে বলে জানায় অংশগ্রহণকারীরা।
এসজেড/
Leave a reply