স্লো ওভার রেটের শাস্তি এবার দেয়া হবে ম্যাচের মধ্যেই

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে শাস্তি এবার দেয়া হবে ম্যাচের মধ্যেই। আইসিসির গভর্নিং বডি আজ শুক্রবার (৭ জানুয়ারি) টি-টোয়েন্টি ক্রিকেটের বিধিমালায় নতুন দুটি নিয়ম সংযোজনের কথা জানিয়েছে। স্লো ওভার রেটের কারণে ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে ফিল্ডিং সাইডকে। এছাড়া ম্যাচের মাঝখানেই একটি পানি পানের বিরতিও রাখার কথা ভাবছে আইসিসি।

আইসিসি জানিয়েছে, নতুন নিয়মের অধীনে ফিল্ডিং সাইডকে নির্ধারিত সময়ের মধ্যেই ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি করার মতো অবস্থায় থাকতে হবে। আর তারা যদি তা না পারে তবে, বাকি সময়ের জন্য নির্ধারিত সংখ্যক ফিল্ডারের চেয়ে একজনকে কম রাখতে হবে ৩০ গজ বৃত্তের বাইরে।

এছাড়া আড়াই মিনিটের একটি পানি পানের বিরতিও থাকতে পারে ইনিংসের মাঝখানে। তবে সেটা অবশ্যই দুই দলের সম্মতিতেই হতে হবে।

পুরুষ ক্রিকেটে নতুন নিয়মটি চালু হবে আগামী ১৬ জানুয়ারি স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের ম্যাচে। ১৮ জানুয়ারি সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এই নিয়ম প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে নারী ক্রিকেটে।

আরও পড়ুন: বেয়ারস্টোর সেঞ্চুরিতে বৃষ্টির আশা ছাড়াই ম্যাচে আছে ইংল্যান্ড


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply